Print Date & Time : 2 September 2025 Tuesday 12:38 pm

যশোরে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

প্রতিনিধি, যশোর : যশোরে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন ১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বিশেষ করে যশোরের অভয়নগর উপজেলায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তার ঘটে চলেছ। স্বাস্থ্য বিভাগ বলছে আক্রান্তদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছে।

আগস্ট মাসের শুরু থেকে যশোরে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়া শুরু হয়। গতকাল পর্যন্ত ৩৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৭২ জন। এরমধ্যে যশোর জেনারেল হাসপাতালের ১০ জন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৮ জন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ও বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে বিশেষ করে অভয়নগর উপজেলার ৫টি গ্রামে সর্বাধিক ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। আক্রান্তদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।