Print Date & Time : 10 September 2025 Wednesday 9:55 pm

যশোরে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন

প্রতিনিধি, যশোর: দেশে নতুন করে আরও ১৩২টি হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস (বৈকালিক স্বাস্থ্যসেবা) শুরু হয়েছে। এরই অংশ হিসেবে যশোর জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত বৈকালিক স্বাস্থ্যসেবা দেয়া হবে।