Print Date & Time : 1 September 2025 Monday 10:04 pm

যশোরে যুব মৈত্রীর কম্বল বিতরণ

প্রতিনিধি, যশোর : যশোর জেলা যুব মৈত্রী সংগঠনের শহরস্থ ও ইউনিয়নের শতাধিক দুস্থ কর্মীদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছে। আজ বুধবার বেলা ১২টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মুল কমিটির জেলা সভাপতি হারুন আর রশিদ, জেলা যুব মৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি অনুপ কুমার পিন্টু, জেলা সাধারণ সম্পাদক সুকান্ত দাস, ছাত্রমৈত্রীর সভাপতি অরুপ মৈত্রী, সাধারণ সম্পাদক শাহীন হোসেন, যুব নেতা আব্দুর রশিদ ডলার, মোশারফ হোসেন, ছাত্র নেতা রাব্বি আব্বাস প্রমুখ।