Print Date & Time : 18 July 2025 Friday 12:40 am

যশোরে রূপসা বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ৩

প্রতিনিধি, যশোর: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় রূপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার নওয়াপাড়া ভাঙ্গাগেট যশোর-খুলনা মহাসড়কে রহমত ওয়ে ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑউপজেলার আমডাঙ্গা গ্রামের ছফের মোড়লের ছেলে ইজিবাইক চালক শহিদ মোড়ল (৪০), একই এলাকার বাবু (৪০) ও চাঁপাইনবাবগঞ্জের অজ্ঞাত বাসিন্দা (২০)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সবাই শ্রমিক।

আহতরা হলেনÑচাঁপাইনবাবগঞ্জ জেলার রহিদুল (৪৫) পিতা অজ্ঞাত, রমজান (৪৫) পিতা মহিদুল, আলি (৩০) পিতা জিল্লুর রহমান, আলিম (৩৫) পিতা অজ্ঞাত। তারা সবাই জাহাজ থেকে কয়লা তীরে নামানোর কাজ করেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী ছুটে এসে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। চারজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং আহত আলি (৩০) আঘাত গুরুতর না হওয়ায় প্রথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। নিহত ও আহতরা সবাই ইজিবাইক যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরে যশোর-খুলনা মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়দের সহযোগিতায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে শ্রমিকদের নিয়ে একটি ইজিবাইক উপজেলার ভাঙাগেট এলাকা থেকে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে নওয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো ব-১১-১৬৩) আরেকটি পরিবহনকে পাস কাটাতে গিয়ে ইজিবাইককে টেনে ১০ থেকে ১২ হাত দূরে নিয়ে যায়। এতে ইজিবাইকটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ইজিবাইকের সবাই গুরুতরভাবে আহত হলে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়।

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারিয়া রহমান বলেন, দুর্ঘটনার পর সাতজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে দুজন স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা যান। আহতদের মধ্যে গুরুতর চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত অপরজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

খুলনা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় বাবু (৪০) নামে একজন আহত রোগী মারা গেছেন, এবং অপর তিনজন চিকিৎসাধীন আছেন। তাদের আবস্থাও আশঙ্কাজনক। টাউন ইন্সপেক্টার (টিআই) মাহামুদুর রহমান বলেন, ঘাতক বাসটি আটক করে থানা হেফাজাতে নিয়ে এসেছি। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।