Print Date & Time : 1 September 2025 Monday 4:04 pm

যশোরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

প্রতিনিধি, যশোর : যশোরের চৌগাছায় শিশুকে (৯) ধর্ষণের পর হত্যা মামলায় তজিবর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড ও একলাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নীলুফার শিরিন এই দন্ড ঘোষণা করেন। ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত তজিবর চৌগাছা উপজেলার ফকিরাবাদ এলাকার বাসিন্দা ও মেহেরপুরের গাংনী উপজেলার বিলধলা রামকৃষ্ণপুর এলাকার দবির উদ্দিন দরবার আলীর ছেলে। রায় শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২২ জুন বিকেলে ফকিরাবাদ গ্রামের হাফিজুর রহমান কালুর মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী শর্মিলা খাতুন বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যায়। সন্ধ্যার পরেও মেয়ে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। চারদিন পর ২৬ জুন সন্ধ্যায় জানতে পারে হাকিমপুর গ্রামের জামান মৃধার আমবাগানে একটি শিশুর মৃতদেহ পড়ে আছে। এরপর পরিবারের লোকজন গিয়ে মৃতদেহটি শনাক্ত করে। এ ঘটনায় হাফিজুর রহমান বাদী হয়ে মামলা করলে পুলিশ ঘটনার সাথে জড়িত ফকিরাবাদ গ্রামের তজিবর রহমানকে আটক করে। পরে সে স্বীকারোক্তি দেয় ধর্ষণের পরে ওই শিশুকে সে হত্যা করেছে। এরপর মরদেহটি গাছের পাতা দিয়ে ঢেকে রাখে।

এ ঘটনায় চৌগাছা থানা পুলিশ ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর তজিবর রহমানের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করে। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হলে গতকাল বিচারক আসামি তজিবর রহমানকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।