যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রতিনিধি, যশোর: ভারতে পাচারের সময় যশোর-বেনাপোল মহাসড়ক থেকে বেনাপোলগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ সুমন মিয়া (৩০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

গতকাল সোমবার সকালে বিজিবি সদস্যরা বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে তাকে আটক করে। ভারতে পাচারের জন্য এক কেজি ১৬৩ গ্রাম ওজনের ওই ১০টি স্বর্ণবার নিয়ে যাওয়া হচ্ছিল বলে বিজিবি সদস্যরা জানান। আটক সুমন মিয়া বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এরপর বিজিবি সীমান্তের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করে। সকালে আমড়াখালী বিজিবি চেকপোস্টে কর্মরত হাবিলদার মো. নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল নাভারণ থেকে বেনাপোলমুখী একটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রী সুমন মিয়ার শরীর তল্লাশি করে। এ সময় তার কোমরে বিশেষ ব্যবস্থায় বাঁধা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর বাজারমূল্য ৬৭ লাখ টাকা। আটক সুমন মিয়া এ স্বর্ণবার ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তে নিয়ে যাচ্ছিল বলে জানান।

বিজিবি আরও জানায়, তার একজন সঙ্গী পালিয়ে গেছেন। তার নাম কামরুল ইসলাম (৩২)। সে একই গ্রামের আবু সাঈদের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, স্বর্ণ পাচারকারী ও পলাতক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।