Print Date & Time : 26 July 2025 Saturday 6:27 pm

যশোরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রতিনিধি, যশোর: যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের শাহাদৎ হোসেন হত্যা মামলায় হারুনার রশীদ নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে নগদ ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত হারুনার রশীদ বাহাদুরপুর গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে।

যশোরের বিশেষ দায়রা জজ ও স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক গত বুধবার বিকেলে এ রায় দেন। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাকির হোসেন নামে একজনকে খালাস দেয়া হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০০ সালের ২৯ আগস্ট রাত ৯টার দিকে শাহাদৎ হোসেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকান থেকে চা পান করে বাড়ির ফিরছিলেন। পথে নাজির মতিউর রহমানের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। এরপর মতিউর রহমানের বাড়ির লোকজন শাহাদৎকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শাহাদতের দুলাভাই যশোর উপশহরের ই-ব্লকের ফজলুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে হারুনার রশীদকে পুলিশ আটক করে এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে পুলিশ হারুনার রশীদ ও জাকির হোসেন নামে দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সরকার পক্ষের আইনজীবী বিশেষ পিপি সাজ্জাদ মোস্তফা রাজা জানান, ২০ বছর ধরে এ মামলাটির বিচার কাজ চলেছে। দীর্ঘ শুনানিতে আসামি হারুনার রশীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাকির হোসেনকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণা শেষে বিচারক হারুনার রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।