Print Date & Time : 13 September 2025 Saturday 12:30 am

যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদির মৃত্যু

প্রতিনিধি, যশোর: যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত হাবিবুর রহমান (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাবিবুর রহমান মাগুরা জেলার শালিখা উপজেলার কোটপাড়া এলাকার মৃত গহর আলী মুন্সির ছেলে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগার সূত্রে জানা গেছে, যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত হাবিবুর রহমান শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্তব্যরত কারারক্ষীরা জরুরি ভিত্তিতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজোয়ান পরীক্ষা-নীরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) পার্থপ্রতিম চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেন স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বলেন, মাগুরার শালিখা উপজেলার কোটভাগ গ্রামে সাহেব আলী নামে এক কৃষককে হত্যার দায়ে ২০২৩ সালের (৬ জুন) দুপুরে মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন হাবিবুরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর মাগুরা কারাগার থেকে হাবিবুর রহমানকে ২০ জুন যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। যশোর কারাগারের ফাঁসির কনডেম সেলে তাকে রাখা হয়। শনিবার সকালে হঠাৎ তিনি অসুস্থ হলে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।