যশোর চেম্বার নির্বাচনে ৫৩ মনোনয়নপত্র জমা

 প্রতিনিধি, যশোর: যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্বি-বার্ষিক নির্বাচনে ২১ পদের বিপরীতে ৫৩ মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। দু’টি প্যানেল থেকে প্রার্থীরা এ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন যশোর চেম্বারের সাবেক সভাপতি মিজানুর রহমান খান ও যশোর ব্যবসায়ী ঐক্য ফোরামের নেতৃত্বে রয়েছেন সংস্থার সাবেক নির্বাহী সদস্য হুমায়ন কবীর কবু।

সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের মিজানুর রহমান খানের প্যানেলে সাধারণ সদস্যরা হলেনÑচেম্বারের সাবেক সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, তরুণ ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী এজাজ উদ্দিন টিপু, সায়েম সিদ্দিকী, শেখ নূর ইসলাম, আবদুল হামিদ চাকলাদার ইদুল, সাদিক আলী, এহসানুর রহমান, মোকসেদ আলী, মো. গুলশান, কবি কাসেদুজ্জামান সেলিম, কুদ্দুস আলী, আবু হোসেন, খায়রুল কবীর, মুকুল রেজা, শেখ শওকত আলী রনি, শেখ আতিকুর রহমান বাবু, রকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়, শাহিনুর হোসেন ও আবুল হোসেন।

এছাড়া সহযোগী পদে রিজভী জাহাঙ্গীর কিবরিয়া, সোহেল মাসুদ হাসান টিটো, তৌহিদুর রহমান, ইদ্রিস আলী, আজিজুর রহমান খান, শহিদুল ইসলাম ও শাহজাহান আলী খোকন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে, যশোর ব্যবসায়ী ঐক্য ফোরামের হুমায়ন কবীর কবু প্যানেলের সদস্যরা হলেনÑসাবেক নির্বাহী সদস্য মিজানুর রহমান খান,

আসাদুজ্জামান মিঠু, আব্দুল মোনায়েম, আহসান হাবিব চৌধুরী, বদরুজ্জামান বাবলু, মজিবুর রহমান, আব্দুল মালেক, মাহবুব আলম লাভলু, রবিউল ইসলাম রবি, আহসান কবির নিপু, জাকির হোসেন পলাশ, কামাল হোসেন পলাশ ও মহাসিন আলী মিলন। সহযোগী পদে সাহিদুর

রহমান টিটো, জিল্লুর রহমান, মশিয়ার রহমান, শাহিন রেজা, মোস্তফা খান ফিরোজ, হাফিজুর রহমান শিলু, শেখ সাইদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গ্রুপ সদস্য পদে শহিদুল ইসলাম মিলন ও সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, রাজু আহম্মেদ, উজির আলী এবং সৈয়দ এনামুল কবির।

গত রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই মনোনয়নপত্র জমা দেয়া হয়। এর আগে গত ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ২১ পদে বিপরীতে ১১৪ মনোনয়নপত্র বিক্রয় হয়।

চেম্বারের নির্বাচন বোর্ডের আহ্বায়ক এবং সিনিয়র সহকারী কমিশনার কে এম আবু নওশাদ জানান, ২১ পদের বিপরীতে ৫৩ মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এর মধ্যে সাধারণ সদস্য পদে ৩৬, সহযোগী সদস্য পদে ১৫ এবং গ্রুপ সদস্য পদে ২ জন মনোনয়নপত্র জমা দেন।

এক প্রশ্নে জবাবে তিনি বলেন, গ্রুপ সদস্য পদ ৩টি। এ পদে শুধু শহিদুল ইসলাম মিলন ও সাজ্জাদুল করিম কাবুল মনোনয়পত্র জমা দিয়েছেন। তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোনো ত্রুটি না থাকলে বিনাপ্রতিন্দ্বিতায় বিজয়ী হবেন।

তফসিল অনুযায়ী, ৫ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাছাই। ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রাথমিক তালিকা প্রকাশ। ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নের ওপরে আপত্তি দাখিল, ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত আপত্তি শুনানি ও নিষ্পত্তি। ১৫ ডিসেম্বর বৈধ মনোনয়নপত্র চূড়ান্ত তালিকা প্রকাশ। ১৮ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১৯ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। ৭ জানুয়ারি নির্বাচন ও ফলাফল প্রকাশ।