Print Date & Time : 28 August 2025 Thursday 7:46 pm

যশোর হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

প্রতিনিধি, যশোর:  যশোরে জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কভিড আক্রান্ত হয়ে তিনজন হাসপাতালের রেড জোনে এবং উপসর্গ থাকা অপর একজন ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

যশোর জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত চারজনের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। তাদের মধ্যে তিনজনের বাড়ি যশোরে এবং অপর একজনের বাড়ি ঝিনাইদহে।

হাসপাতাল সূত্রে জানা যায়, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ১৯ জন এবং ইয়েলো জোনে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে জানানো হয়েছে,  রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোরের ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের কভিড শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ শতাংশ।