Print Date & Time : 8 August 2025 Friday 7:04 pm

‘যাকেই ভালোবেসেছি দুনিয়া তাকেই দূরে সরিয়ে দিয়েছে’

শোবিজ ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ভানুরেখা গণেশন, যিনি রেখা নামেই বেশি পরিচিত। বলিউডের চিরসবুজ ও আবেদনময়ী অভিনেত্রী তিনি। তার সৌন্দর্য নিয়ে প্রায়ই আলোচনা হয়, হয় অনেক লেখালেখিও। আশির দশকের পর্দা কাঁপানো বলিউড এই অভিনেত্রীকে এখনও বলা হয়ে থাকে ‘বলিউড দেবী’। রেখার সিনেমা জীবনের মতোই তার ব্যক্তিগত জীবনকে ঘিরে রয়েছে অনেক রহস্যের জাল। এখনও সে রহস্য পুরোটা জানতে পারেননি তার ভক্তরা। প্রেম ও স্বপ্নভঙ্গ নিয়ে অনেক কথা জানালেন বলিউড অভিনেত্রী রেখা। নিজের ভগ্নহƒদয় নিয়ে আভাসে ইঙ্গিতে অনেক কথাই বললেন রেখা। গত শুক্রবার সন্ধ্যায় কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলকে সম্মান জানানোর অনুষ্ঠানে রেখা এমন অনেক কথাই বললেন, যা আগে কখনো বলেননি। তিনি বললেন, ‘যাকে আমি ভালোবাসি তার থেকে দূরে সরে যাই। আর যাকে অনেক বেশি ভালোবাসি, তার থেকে তো যোজন যোজন দূরে চলে যাই। কারণ, এমন না করলে দুনিয়াই তাকে দূরে সরিয়ে দেয়।’

ওইদিন সন্ধ্যায় আশা ভোঁসলেকে পঞ্চম যশ চোপড়া জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন মহারাষ্ট্রের রাজ্যপাল ও রেখা।

অনুষ্ঠানে জয়াপ্রদা, পদ্মিণী কোলাপুরী, পুনম ধিলোঁ, পরিণীতি চোপড়া, অলকা ইয়াগনিক ও জ্যাকি শ্রফের মতো তারকা উপস্থিত ছিলেন।