যাত্রবাড়ীতে ওয়াসার ম্যানহোলের বিষাক্ত গ্যাসে দুই জনের মৃত্যৃ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী-সায়দাবাদে ম্যানহোলে নেমে ময়লা পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তারা দিনমজুরির মাধ্যমে ওয়াসায় সুইপারের কাজ করতেন।

শনিবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে সায়দাবাদ ওয়াসা রোড মাদ্রাসা গলিতে ম্যানহোলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন: সায়েদাবাদ ওয়াসা কলোনী এলাকার আজাদ মিয়ার ছেলে আল আমিন এবং একই এলাকার মো. রফিকের ছেলে সাইফুল।

ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের লিডার নুরুল ইসলাম জানান, খবর পেয়ে সায়দাবাদ ওয়াসা রোড মাদ্রাসা গলিতে ম্যানগোলের ভিতর থেকে তাদের দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ম্যানহোলের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যৃ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।