Print Date & Time : 7 July 2025 Monday 12:22 pm

যাত্রা করল চসিক ৫০ শয্যার আইসোলেশন সেন্টার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নগরের লালদীঘির দক্ষিণ পাড়ে ৫০ শয্যার একটি আইসোলেশন সেন্টার যাত্রা করল। গতকাল দুপুরে চসিকের গ্রন্থাগার ভবনের দুটি ফ্লোর নিয়ে গড়ে তোলা ৫০ শয্যার সেন্টারটির উদ্বোধন করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এ সময়ে ডা. মো. মুজিবুল আলম চৌধুরী জানান, ৫০ শয্যার মধ্যে দোতলায় ৩৫ শয্যা থাকছে পুরুষদের জন্য। তৃতীয় তলার ১৫ শয্যা নারীদের।

ইতোমধ্যে চসিকের পদায়ন করা ১১ জন চিকিৎসক এখানে যোগ দিয়েছেন। ১০ জন চিকিৎসক সবসময় এখানে থাকবেন। এছাড়া ১২ জন প্যারামেডিকস, তিনজন ফার্মাসিস্ট, আটজন ওয়ার্ডবয়, দুজন স্টোর কিপার ও তিনজন ওয়ার্ড মাস্টার রোস্টার অনুযায়ী ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, পরিস্থিতি বুঝে এ আইসোলেশন সেন্টার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তখন শয্যা ও জনবল বাড়ানো হবে। প্রাথমিকভাবে চসিকের আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিতে আসা করোনা রোগীদের বিনা খরচে স্বাস্থ্যসেবা, ওষুধপত্র-অক্সিজেন সাপোর্ট, খাবারসহ সব ধরনের প্রয়োজনীয় সুরক্ষা সেবা নিশ্চিত করা হবে।

রোগী পরিবহন ও স্থানান্তরের জন্য থাকবে অ্যাম্বুলেন্স সার্ভিস। চসিকের লোকজনই সেন্টারের রোগীদের করোনাসহ অন্য টেস্টের নমুনা সংগ্রহ করে নির্দিষ্ট পরীক্ষাগারে পৌঁছে দেবেন। জটিল রোগীদের দ্রুত সরকারি হাসপাতালে রেফার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চসিকের প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. মোজাম্মেল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, আইসোলেশন সেন্টারের সমন্বয়কারী চসিকের আরবান হেলথ প্রকল্প পিএ-১ এর প্রকল্প ব্যবস্থাপক ডা. মো. মুজিবুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। দু-এক দিনের মধ্যে এ সেন্টারে রোগী ভর্তি করা শুরু হবে।