যাত্রা করল জবি বিজ্ঞান ক্লাব

প্রতিনিধি, জবি: Experiment, Fail, Learn, Repeat স্লোগান সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বিজ্ঞান ক্লাবের যাত্রা হয়েছে। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আসাদুজ্জামানকে আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু ইসহাককে সদস্য সচিব করে এ ক্লাব গঠন করা হয়। বর্তমানে ক্লাবটিতে ৫০ জন সদস্য রয়েছেন।

ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. লোকমান হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামির হোসেন, রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ ইলিয়াস, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারেক, সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন।

ক্লাবের আহ্বায়ক আসাদুজ্জামান বলেন, আমরা আমাদের আর্থ অ্যান্ড লাইফ সায়েন্স অনুষদ ও বিজ্ঞান অনুষদের বিভাগগুলোর শিক্ষার্থীদের নিয়ে ক্লাবটির কার্যক্রম শুরু করেছি। আমাদের মূল কাজ হবে বিজ্ঞানের ব্যবহারকে প্রসার করা। এছাড়া প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলা হবে। আমাদের ভার্সিটির আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞানভিত্তিক কার্যক্রম থাকবে। ক্রমান্বয়ে আমাদের ক্লাবের কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দেব।

জানা গেছে, গঠনতন্ত্রের আলোকে ক্লাবে দুই ধরনের সদস্য থাকবে। কার্যকরী সদস্য ও সাধারণ সদস্য। লিখিত ও মৌখিক পরীক্ষার ওপর ভিত্তি করে প্রতি বছর ২০ জনকে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হবে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকরী সদস্যদের সরাসরি ভোটে পাস করা হবে। এছাড়া ক্লাবের সদস্য হতে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।