Print Date & Time : 31 July 2025 Thursday 10:51 pm

যাত্রা করল পদ্মা ব্যাংক ইসলামিক

‘শরিয়াহ ইন এভরি স্টেপ’ সেøাগান নিয়ে শরিয়াহভিত্তিক ‘পদ্মা ব্যাংক ইসলামিক’ চালু করল পদ্মা ব্যাংক লিমিটেড। রাজধানীর গুলশান-২ শাখা, আগ্রাবাদ শাখা, কুমিল্লা শাখা, বগুড়া শাখা এবং চাঁদনীঘাট শাখায় খোলা হয়েছে ইসলামিক ব্যাংকিং উইন্ডো। তবে সেন্ট্রালাইজড লেনদেনের কারণে দেশের যে কোনো শাখা এবং উপশাখা থেকে ইসলামিক ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা। গত রোববার মিরপুর লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে পদ্মা ব্যাংক ইসলামিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি