Print Date & Time : 26 July 2025 Saturday 11:35 pm

যাত্রীসেবায় নতুন রেকর্ড দুবাই বিমানবন্দরের

শেয়ার বিজ ডেস্ক: যাত্রীসেবার ক্ষেত্রে নতুন বিশ্বরেকর্ড গড়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। আগস্ট মাসে প্রায় ৮০ লাখ ৩৭ হাজার যাত্রীকে স্বাগত জানিয়েছে বিমানবন্দরটি। এছাড়া এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো বিমানবন্দরটি ৮০ লাখ যাত্রীসেবা দেওয়ার সীমা ছাড়িয়ে গেল। খবর: আরব নিউজ।
দুবাই বিমানবন্দরের মুখপাত্র পল গ্রিফিথ বলেন, ‘আমাদের জন্য এটি নতুন এক মাইলফলক এবং আমরা রেকর্ড ভেঙে চলেছি। এটি এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।’
বিমানবন্দরটি যাত্রীসেবার ক্ষেত্রে নিজেদেরই গড়া আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। গত বছরের আগস্ট মাসে ৮০ লাখ ২৩ হাজার যাত্রীসেবা দিয়েছিল তারা। এছাড়া চলতি বছর প্রতি মাসে গড়ে ৭৫ লাখ যাত্রীসেবা দিয়েছে দুবাই বিমানবন্দর। এর সবচেয়ে কাছাকাছি রয়েছে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর।