Print Date & Time : 5 July 2025 Saturday 10:43 pm

যাত্রী অ্যাপে প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ রেট

প্রাইম ব্যাংক সম্প্রতি ঢাকার একটি মর্যাদাপূর্ণ পরিবহন সেবা যাত্রী সার্ভিস লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির অংশ হিসেবে ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার এবং কর্মচারীরা ঈদুল আজহা উপলক্ষে ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত যাত্রী অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে কেনা বাস টিকিটের বিশেষ মূল্য উপভোগ করবেন। প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম আনোয়ার চৌধুরী এবং যাত্রী সার্ভিস লিমিটেডের পার্টনারশিপ ডিরেক্টর জায়ান ফিদা নুর নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব কনজিউমার সেলস মামুর আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি