নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদে ঘরমুখো যাত্রীদের তেমন চাপ নেই। যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে। আজ বৃহস্পতিবার পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, পদ্মা সেতুতে যানবাহনের কোনো চাপ নেই। ঈদে ঘরমুখো যাত্রীদের সংখ্যা এখনো বেশি হয়নি বলে মনে হয়।
অন্যদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চলাচলও স্বাভাবিক। হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। কোনো চাপ নেই, অতিরিক্ত কোনো যানও দেখা যাচ্ছে না।
এদিকে গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ১৬ হাজার ৭০৯টি। আর টোল আদায় হয়েছে দুই কোটি ৪২ লাখ ৩ হাজার ৭৫০ টাকা।

Print Date & Time : 11 September 2025 Thursday 10:18 am
যানবাহনের চাপ নেই পদ্মা সেতুতে
দিনের খবর ♦ প্রকাশ: