Print Date & Time : 4 July 2025 Friday 6:22 pm

যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের জরুরি অবতরণ

শেয়ার বিজ ডেস্ক : ইঞ্জিন-সংক্রান্ত জটিলতায় উড্ডয়নের পরই ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে সিঙ্গাপুরগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা ৩৮ মিনিটে বিমান বাংলাদেশের বিজি ৫৮৪ (বোয়িং ৭৩৭-৮০০) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। উড্ডয়নের পরপরই প্রায় আড়াই হাজার ফুট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বেএ ১৪ নম্বরে পার্ক করা হয়।

ওই বিমানে মোট ১৫৪ যাত্রী ও সাত ক্রু সদস্য ছিলেন। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন বলে জানিয়েছে বেবিচক।

সংস্থাটি জানিয়েছে, অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রানওয়ে আবার পরিদর্শন করে। তবে সেখানে কোনো অনাকাক্সিক্ষত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি। কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।