শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাজ্যের নতুন বাজেট পরিকল্পনা নিয়ে সমালোচনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত ২৩ সেপ্টেম্বর লন্ডন হাউস অব কমন্সে সরকারের বার্ষিক বাজেট পরিকল্পনার কথা তুলে ধরেন চ্যান্সেলর অব দ্য এক্সচেকার বা যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং।
নতুন অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংয়ের ওপর তার নীতি পুনর্মূল্যায়ন করার জন্য চাপ চলছে। এটি বাজারে অশান্তি সৃষ্টি করতে পারে বলে শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বিনিয়োগকারী ও নির্বাহী প্রধানরা পরিকল্পনাটি বাতিল করার কথা বলছেন।
কনজারভেটিভ পার্টির নেতা ও নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস গত ৬ সেপ্টেম্বর থেকে তার অফিশিয়াল কার্যক্রম শুরু করেছেন। কর কমানোসহ নানা পদক্ষেপ নিয়ে বছরের পর বছর ধরে স্থবির প্রবৃদ্ধি থেকে বেরিয়ে আসতে চান তিনি।
ব্রিটিশ অর্থমন্ত্রী তার বাজেট পরিকল্পনায় দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দ্বিগুণ করার সঙ্গে সঙ্গে গৃহস্থালি ও ব্যবসাপ্রতিষ্ঠানে জ্বালানি বিল দিয়ে সহায়তা করার কথা বলেছেন। শুধু এই অর্থবছরে সরকারি ঋণ ইস্যুতে অতিরিক্ত ৭২ বিলিয়ন পাউন্ড (৭৭ দশমিক ১৭ বিলিয়ন) প্রয়োজন। এটি বিনিয়োগকারীদের বিস্মিত করেছে।
আইএমএফ জানিয়েছে, এমন প্রস্তাব বৈষম্য বাড়াবে এবং এটি জাতীয় নীতির প্রজ্ঞাকে প্রশ্নবিদ্ধ করছে। স্থানীয় সময় গত মঙ্গলবার সংস্থার একজন মুখপাত্র বলেন, যুক্তরাজ্যসহ অনেক দেশে উচ্চ মূল্যস্ফীতির চাপের কারণে, আমরা এই সন্ধিক্ষণে বড় ও লক্ষ্যহীন আর্থিক প্যাকেজগুলোর সুপারিশ করি না। এটি আইএমফের পলিসির সঙ্গে সামঞ্জস্য নয়। তিনি আরও বলেন, আমরা যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি ও কর্তৃপক্ষের সঙ্গে সম্পৃক্ত রয়েছি।
ব্রিটিশ রাজনীতিতে আইএমএফের প্রতীকী অর্থে গুরুত্ব রয়েছে। ব্রিটেনের অর্থমন্ত্রী কোয়ার্টেংয়ে প্রবৃদ্ধি বাড়ানোর ইচ্ছা প্রশংসনীয়, কিন্তু তার পরিকল্পনা অর্থনৈতিকভাবে কাজ করবে না। এটি রাজনৈতিকভাবেও দমনের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।