Print Date & Time : 5 September 2025 Friday 9:58 pm

যুক্তরাজ্যের সহযোগী কোম্পানি বন্ধ করছে প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যে গঠন করা একটি সহযোগী কোম্পানি বন্ধ করে দিচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত প্রাইম ব্যাংক লিমিটেডের সহযোগী কোম্পানি পিবিএল এক্সচেঞ্জ (ইউকে) লিমিটেডকে স্বেচ্ছায় বিলুপ্তির প্রস্তাবে সম্মতি দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। মূলত দেশটির নিয়ন্ত্রক সংস্থার অবস্থানগত পরিবর্তনের কারণে এ সহযোগী প্রতিষ্ঠানটি আশানুরূপ ব্যবসা করতে পারছে না। এজন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী আইনি বাধ্যবাধকতা অনুসরণ করে সহযোগী এই কোম্পানিটি বিলুপ্ত করে দেবে প্রাইম ব্যাংক। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৫২৬তম পর্ষদ সভা থেকে এ প্রস্তাবে সম্মতি দেয়া হয়।