শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাজ্যের ডার্বিশায়ারের বার্নেস্টন কারখানায় আগামী প্রজন্মের অরি গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। জাপানি গাড়ি কোম্পানিটি আরও জানিয়েছে, নর্থ ওয়েলসের ডিসাইড কারখানায় এ মডেলের গাড়ির অধিকাংশ ইঞ্জিন তৈরি করা হবে। খবর বিবিসি।
গত বছরের মার্চ মাসে বার্নেস্টন কারখানায় ২৪০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বিনিয়োগের ঘোষণা দেওয়ার পর নতুন এ তথ্য জানাল টয়োটা। যদিও ব্রেক্সিটের কারণে দেশটিতে বাণিজ্যের ক্ষেত্রে কোম্পানিগুলো দ্বিধার মধ্যে রয়েছে।
টয়োটা জানিয়েছে, নতুন এ উদ্যোগের ফলে বার্নেস্টন ও ডিসাইড কারখানায় অন্তত তিন হাজার কর্মীর চাকরি নিরাপদ হবে। তবে গাড়ি তৈরির কোম্পানিগুলো সতর্ক করে দিয়ে বলেছে, বেক্সিটের কারণে রফতানির ওপর নতুন শুল্ক আরোপ করা হতে পারে ও ইউরোপে বিশাল সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
যদিও ২০১৬ সালের জুন মাসে ব্রেক্সিট বিষয়ে ভোটের পরও বিশ্বের শীর্ষস্থানীয় অনেক গাড়িনির্মাতা কোম্পানি যুক্তরাজ্যে গাড়ি নির্মাণ করা অব্যাহত রাখার ঘোষণা দেয়। ওই বছরেরই নভেম্বর মাসে নিশান ঘোষণা করে, তারা সাদারল্যান্ড কারখানায় আগামী প্রজšে§র কাশকাই ও এক্স ট্রেইল স্পোর্টস ইউটিলিটি যানবাহন তৈরি করবে। এছাড়া আরেক শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা কোম্পানি বিএমডব্লিউ ঘোষণা করে, তারা তাদের অক্সফোর্ডের কারখানায় বৈদ্যুতিক গাড়ি সংযোজন করবে।
নতুন এ ঘোষণা টয়োটার যুক্তরাজ্যের কারখানার জন্য ভালো খবর হিসেবে মনে করা হচ্ছে। তবে এ ধরনের ঘোষণা আরও আগে থেকেই প্রত্যাশিত ছিল। যুক্তরাজ্যে ইতোমধ্যে দুই দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড ব্যয় করেছে টয়োটা। যা কোম্পানিটির অন্যান্য ইউরোপীয় কারখানার তুলনায় অনেক বেশি।
টয়োটা ইউরোপের প্রেসিডেন্ট ড. জোহান ভ্যান জিল বলেছেন, ইউরোপের বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে সম্ভাব্য সবকিছু করা হবে। ইউরোপ ও যুক্তরাজ্যের উš§ুক্ত ও প্রতিযোগিতামূলক বাজার এক্ষেত্রে ভবিষ্যতের সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও মনে করেন তিনি।