Print Date & Time : 13 September 2025 Saturday 2:14 pm

যুক্তরাজ্য থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্য থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ। এরই মধ্যে দুটি বাংলাদেশে তৈরি হবে এবং তিনটি যুক্তরাজ্যে। গতকাল শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে অত্যন্ত উষ্ণ আলোচনা হয়েছে।’ তিনি বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে নেভাল ফোর্সের জন্য কিছু জাহাজ পাঠাতে চায়। এটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। কিন্তু মোটামুটি আমরা নীতিগতভাবে সম্মত যে, পাঁচটা জাহাজ নেব। এর মধ্যে তিনটা তারা তৈরি করবে এবং দুটি আমরা করব। আমাদের জাহাজ বানানোর ডকে উন্নয়নের কাজ তারা করবে।’

অন্যান্য অনেক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি হবে এবং দুই দেশ যৌথভাবে এটি উদ্যাপন করবে বলে ঠিক করা হয়েছে।’ এ ছাড়া বাংলাদেশের একটি উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাজ্য কাজ করবে বলে জানান মন্ত্রী।