কয়েকশ ভোট নষ্ট
শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওরেগন ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের দুটি ব্যালট বক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকশ কাস্ট করা ব্যালট বা ভোট নষ্ট হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্তকারীরা এই দুটি ঘটনাকে পরস্পর যুক্ত বলে মনে করছেন। খবর: আল জাজিরা।
কাতারভিত্তিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে আরো জানা যায়, স্থানীয় সময় গত সোমবার ভোরে ওরেগনের পোর্টল্যান্ড শহরে একটি ব্যালট বাক্সে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনের ভ্যানকুভারে অন্য একটি ড্রপ বক্সেও একই ধরনের ঘটনা ঘটে। উভয় ঘটনার ক্ষেত্রেই ব্যালট বাক্সের বাইরের অংশে আগুন ধরানোর উপাদানের উপস্থিতি খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই। ওয়াশিংটনের ক্লার্ক কাউন্টির ইলেকশন অডিটর গ্রেগ কিমসি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি হতাশাজনক। এটি গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ। তিনি জানান, ভ্যানকুভারে থাকা ব্যালট বাক্সের অগ্নি নির্বাপণব্যবস্থা সঠিকভাবে কাজ করেনি। ফলে কয়েকশ ব্যালট ধ্বংস হয়ে গেছে।
পোর্টল্যান্ডে এক সংবাদ সম্মেলনে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা জানান, ব্যালট বাক্সের কাছে থাকা দাহ্য উপাদানগুলো থেকে যথেষ্ট প্রমাণ উদ্ধার করা হয়েছে, যা এ দুটি ঘটনার মধ্যে সম্পর্ক নির্দেশ করে। কর্মকর্তারা আরও জানান, এর আগে চলতি মাসের ৮ তারিখে ভ্যানকুভারে আরেকটি ব্যালট বাক্সের পাশে এমন দাহ্য উপাদান পাওয়া গিয়েছিল। তবে সে সময় কোনো ব্যালট নষ্ট হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত দিন অর্থাৎ ৫ নভেম্বরের মাত্র সপ্তাহখানেক আগেই এ ঘটনা ঘটল। এ ঘটনা ভোটারদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। তবে অনেকে আশা করছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। উল্লেখ্য, আগেই আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। ৪০টির মতো অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যে কমপক্ষে ৩ কোটি ২০ লাখ মানুষ এ সুযোগ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রে আগাম ভোট ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ল্যাবের তথ্য অনুযায়ী, ২০২০ সালের নির্বাচনে প্রতি সাতজন ভোটারের একজন আগাম ভোট দিয়েছিলেন। যদিও ওই বছর রিপাবলিকানদের অনেকে নাটকীয়ভাবে মেইলে ভোট দেয়ার পরিসর বাড়ানোর বিরোধিতা করেছিলেন।
–