Print Date & Time : 13 September 2025 Saturday 3:09 am

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

গতকাল ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের ঢাকা সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো বিশ্বাস করি এটি কোনো প্রভাব ফেলবে না।’

তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ইস্যুটি খুবই দুঃখজনক বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন এবং আমরা আলাপ-আলোচনা করে এটির উত্তর দেব। হুট করে উত্তর দেয়া ঠিক হবে না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, প্রতিবছর তাদের পুলিশ হাজারখানেক লোক মেরে ফেলে, গুলি করে মেরে ফেলে। অর্থাৎ আইনবহির্ভূত হত্যা এবং আমাদের কালেভদ্রে এক-দুজন মারা যায়। যুক্তরাষ্ট্রে প্রতিবছর ছয় লাখ লোক নিখোঁজ হয় এবং যুক্তরাষ্ট্রের প্রতিবেদন বলছে, বাংলাদেশে ১০ বছরে ৬০০ লোক নিখোঁজ হয়েছে। কোথায় ছয় লাখ আর কোথায় ৬০০।’

আব্দুল মোমেন বলেন, ‘আমেরিকায় যে এত লোকজন মারা যায়, এজন্য তাদের সংবাদমাধ্যম খুব বেশি মাথা ঘামায় না। কারণ তারা মনে করে, পুলিশ কর্তৃপক্ষ তাদের লাইন অব ডিউটিতে কাজ করেছে। আমেরিকায় যে ছয় লাখ লোক নিখোঁজ হয়, বা অন্যরা মারা যায়, সেজন্য পুলিশ কর্তৃপক্ষের কারও শাস্তি হয়েছে বলে আমি কোনোদিন শুনিনি।’

মন্ত্রী বলেন, ‘যে সংস্থাটির ওপরে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, সেটি যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক নীতি, অর্থাৎ সন্ত্রাসবাদ দমন, সেটিতে অগ্রণী ভূমিকা পালন করছে। শুধু সন্ত্রাসবাদ নয়, মাদক চোরাচালান, সেটিও যুক্তরাষ্ট্রের আরেকটা বড় ইস্যু। সেটিতেও তারা মার্কিনিদের সহায়তা করছে।’

র‌্যাব দুর্নীতিপরায়ণ নয় এবং টাকাপয়সা দিয়ে তাদের ব্যবহার করা যায় না। ফলে তারা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছে বলে দাবি করেন মন্ত্রী।

আমেরিকার সঙ্গে সম্পর্ক অত্যন্ত মধুর বলে জানিয়ে তিনি বলেন, ‘কিছু কিছু লোকের প্ররোচনায় কিছু সংস্থা ও এনজিওর মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে কোনো ধরনের আলোচনা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু আমরা তাদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করব।’

আমেরিকার সব সিদ্ধান্ত সঠিক এমন নয়, এবং এর ভূরি ভূরি উদাহরণ রয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা আলোচনা করব এবং আশা করি, ওই দেশে পরিপক্ব লোকজন আছেন, জ্ঞানী লোকজন আছেন এবং তারা তাদের অবস্থান পরিবর্তন করবেন।’