শেয়ার বিজ ডেস্ক: গত মাসে শেষ হওয়া ২০১৭ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ছিল ৬৬৬ বিলিয়ন ডলার। আগের বছরের তুলনায় এটি ৮০ বিলিয়ন ডলার বা ১৩ দশমিক ছয় শতাংশ বেশি। এক দশমিক পাঁচ ট্রিলিয়ন কর হ্রাসের নতুন আইন করতে পদক্ষেপ নিচ্ছেন আইনপ্রণেতারা। ঠিক এমন সময়ে এ বিশাল বাজেট ঘাটতির তথ্য জানালো দেশটির অর্থ মন্ত্রণালয়। খবর এএফপি।
তথ্যমতে, সদ্য শেষ হওয়া অর্থবছরের এ বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপির) তিন দশমিক পাঁচ শতাংশ। গত অর্থবছরে ঘাটতি ছিল ৫৮৬ বিলিয়ন ডলার, যা ছিল জিডিপির তিন দশমিক দুই শতাংশ।
অর্থ মন্ত্রণালয় বলছে, দ্বিতীয় বছরের মতো খরচের প্রবৃদ্ধি করের প্রবৃদ্ধির তুলনায় বেশি হওয়ায় বাজেট ঘাটতি বেড়েছে। সাম্প্রতিক সময়ে আঘাত হানা হারিকেনের ত্রাণে বরাদ্দও বাজেট ঘাটতির অন্যতম কারণ। তবে পূর্বাভাসের তুলনায় এ বছর ৩৬ বিলিয়ন কম বাজেট ঘাটতি হয়েছে।
২০১৭ অর্থবছরে যুক্তরাষ্ট্রের মোট রাজস্ব হয়েছে তিন দশমিক ৩১৫ ট্রিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় এক শতাংশ বেশি। অন্যদিকে খরচ হয়েছে তিন দশমিক ৯৮১ ট্রিলিয়ন ডলার। আগের অর্থবছরের তুলনায় এ খরচ তিন শতাংশ বেশি। এছাড়া ২০১৭ অর্থবছরে সরকারি ঋণ বেড়ে ১৪ দশমিক ৬৭ ট্রিলিয়নে দাঁড়িয়েছে।
শিক্ষা খাতে খরচ ৪৫ শতাংশ বেড়ে ১১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সামরিক খাতে খরচ এক শতাংশ বেড়ে ৫৬৯ বিলিয়ন হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মুচিন বলেন, আজকের বাজেটের ফলাফল টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য খুবই গুরত্বপূর্ণ। কর সংস্কার ও নিয়ন্ত্রণ শিথিল করার মাধ্যমে দেশ উচ্চমাত্রার জিডিপি অর্জনে ফিরে আসতে পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে এটিই প্রথম বাজেট শেষ হলো, যদিও এ অর্থবছর শুরু হয়েছিল প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে।
ক্ষমতা গ্রহণের পর থেকেই কর সংস্কারের কথা বলছেন ট্রাম্প। এ করনীতি সংস্কারে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার কর হ্রাসের সম্ভাবনা রয়েছে। এতে রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে শঙ্কা রয়েছে।
ট্রাম্পের প্রস্তাবিত কর পরিকল্পনা বহুজাতিক করপোরেশন ও ধনী করদাতাদের সুবিধা দিলেও বহু বছর ধরে উভয় রাজনৈতিক দল যে ব্যাপক কর সংস্কারের আশা করছে, তা পূরণে ব্যর্থ বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে করপোরেট কর কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এছাড়া ব্যক্তির ক্ষেত্রে সাত ধরনের করহার কমিয়ে ১০, ২৫ ও ৩৫ শতাংশ এ তিন ধরনের করহারের প্রস্তাব করা হয়েছে, যা বিদ্যমান ৩৯ দশমিক ছয় শতাংশ করহার থেকে কম। কর সংস্কার প্রস্তাব প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি একটি দুর্দান্ত পরিকল্পনা, যা বহু মানুষকে কাজে ফিরিয়ে আনবে।