যুক্তরাষ্ট্রের ভোক্তা আস্থা সূচক ১৬ বছরে সর্বোচ্চ

শেয়ার বিজ ডেস্ক: ১৬ বছরের মধ্যে চলতি আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের ভোক্তা আস্থা সূচক সর্বোচ্চে পৌঁছেছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়ী গবেষণা প্রতিষ্ঠান ‘কনফারেন্স বোর্ড’ এক প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে ২০০১ সালের জুলাই থেকে ভোক্তাদের অর্থনৈতিক আস্থা সর্বোচ্চ দেখানো হয়েছে। প্রতিবেদনে আগামী ছয় মাসও ভোক্তা আস্থা সূচক উচ্চগতির থাকবে বলে ধারণা করা হয়েছে। গত জুলাইয়ে ভোক্তা আস্থা সূচক ১২০ থেকে বেড়ে ১২২ দশমিক ৯ পয়েন্ট হয়েছে। খবর এএফপি, রয়টার্স।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ায় ভোক্তা সূচক বেড়েছে বলে মনে করা হয়। গত জুলাইয়ে দুই লাখ ৯০ হাজার কর্মসংস্থান বেড়েছে। গত ১৬ বছরে বেকারত্ব সর্বনিম্ন চার দশমিক তিন শতাংশ কমেছে।
গবেষণায় উত্তরদাতাদের মধ্যে ৩৪ দশমিক পাঁচ শতাংশ বলেছে, ব্যবসায়িক অবস্থা ‘ভালো’, আর ৩৫ দশমিক চার শতাংশ বলেছে, ২০০১ সালে ‘যথেষ্ট ভালো’। অর্থনীতিবিদরা মনে করেন, ভোক্তারা যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ শতাংশ অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যয় করে।
টরেন্টোর বিএমও ক্যাপিটাল মারকেটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রবার্ট কাভসিক বলেন, দৈনন্দিন উদ্বেগজনক সংবাদ শিরোনাম সত্ত্বেও বাড়িভাড়া বৃদ্ধি ও শ্রমবাজার বৃদ্ধির ফলে ভোক্তা আস্থায় প্রাচুর্য রয়েছে।