শেয়ার বিজ ডেস্ক: মার্কিন সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফের অস্বস্তিতে পড়েছেন। ওয়াশিংটনে একটি সভায় তার বক্তৃতা চলাকালেই বেলুচিস্তানে সেনাবাহিনীর নৃশংসতা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল সমাজকর্মী। স্বাধীনতার দাবিতে সেøাগানও দেন তারা। খবর: বিবিসি।
তিন দিনের সফরে গত শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছান ইমরান খান। পরের দিন রোববার ওয়াশিংটন ডিসিতে বসবাসকারী পাকিস্তানিদের উদ্দেশে অ্যারিনা ওয়ান স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা করেন। ইমরান খানের সেই বক্তৃতা চলাকালেই আচমকা বিক্ষোভ দেখাতে শুরু করেন বেলুচিস্তানের স্বাধীনতাকামী একদল যুবক। বেলুচিস্তানে পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। বেলুচিস্তানকে স্বাধীনতা দেওয়ার দাবি তোলেন।
আচমকা এ ঘটনায় অস্বস্তিতে পড়েন ইমরান। তবে তার মধ্যেই বক্তৃতা চালিয়ে যান তিনি। বিক্ষোভকারীদের শান্ত হতে অনুরোধ জানান দর্শকদের একাংশও। শুরু হয় ঠেলাঠেলিও। তাতে শেষমেষ এগিয়ে আসেন স্টেডিয়ামে মোতায়েন নিরাপত্তাকর্মীরা। বিক্ষোভকারীদের বের করে নিয়ে যান তারা। গোটা ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।
বেলুচিস্তানে পাক সেনার নৃশংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং একের পর এক বাসিন্দার নিখোঁজ হওয়া নিয়ে বহুদিন ধরেই প্রতিবাদ জানিয়ে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বালোচ নাগরিকরা। ইমরানের সফর চলাকালেও তা অব্যাহত রয়েছে। দু’দিন ধরে সেখানে ‘মোবাইল বিলবোর্ড ক্যাম্পেইন’ শুরু করেছেন তারা, যার আওতায় সে দেশের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে একাধিক গাড়ি, যার গায়ে বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে পোস্টার লাগানো রয়েছে।
এর আগে ইমরান খানের সফরের বিরোধিতা করে মুত্তাহিদা কওমি মুভমেন্টসহ (এমকিউএম) আরও বেশ কিছু সংখ্যালঘু সংগঠন ওয়াশিংটনে বিক্ষোভ দেখায়। পাকিস্তানে সংখ্যালঘু খ্রিষ্টানদের নিপীড়ন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের দাবিও ওঠে।

Print Date & Time : 2 August 2025 Saturday 5:19 pm
যুক্তরাষ্ট্রে অস্বস্তিতে ইমরান খান
আন্তর্জাতিক ♦ প্রকাশ: