Print Date & Time : 11 September 2025 Thursday 8:37 pm

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৫

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। নিহতদের মধ্যে রোগীও রয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নেভাদায় তুষারঝড়ের কবলে পড়ে প্লেন বিধ্বস্ত হওয়ার পর প্রাণহানির এ ঘটনা ঘটে। খবর: এপি, ওয়াশিংটন পোস্ট।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর নেভাদার পাহাড়ি এলাকায় গত শুক্রবার রাতে একটি বিমান দুর্ঘটনায় একজন রোগীসহ মেডিকেল ফ্লাইটে থাকা পাঁচজনই নিহত হয়েছেন।

লিয়ন কাউন্টি শেরিফের অফিস বলেছে, স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার রাত সোয়া ৯টায় নেভাদার স্টেজকোচের কাছে বিমান দুর্ঘটনার বিষয়ে কল পায় এবং এর দুই ঘণ্টা পরে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। প্রায় আড়াই হাজার বাসিন্দার গ্রামীণ এলাকা বলে পরিচিত স্টেজকোচ জায়গাটি রেনো থেকে প্রায় ৪৫ মাইল (৭২ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ওয়াশিংটন পোস্ট বলছে, বিমান ও হেলিকপ্টারে করে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করে কেয়ার ফ্লাইট। তারা বলেছে, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে

পাইলট, একজন ফ্লাইট নার্স, একজন ফ্লাইট প্যারামেডিক, একজন রোগী ও রোগীর পরিবারের সদস্যরা রয়েছেন।

রেনো গেজেট জার্নাল জানিয়েছে, সংস্থাটির প্রেসিডেন্ট এবং সিইও ব্যারি ডুপ্ল্যান্টিস স্থানীয় সময় শনিবার বিকালে বলেছেন, দুর্ঘটনার বিষয়ে নিহত পাঁচজনের আত্মীয়দের অবহিত করা হয়েছে। ডুপ্ল্যান্টিস বলেছেন, ‘আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

লিয়ন কাউন্টির সার্জেন্ট নাথান কুপার বলেছেন, ‘এটি একটি সুন্দর পাহাড়ি অঞ্চল। তবে বিশেষ করে আবহাওয়া এখন যেভাবে চলছে, এটি খুব ভালো নয়।’

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড স্থানীয় সময় শনিবার সকালে টুইটারে জানিয়েছে, দুর্ঘটনাস্থলে তদন্তকারীদের সাত সদস্যের একটি দল পাঠানো হয়েছে।

এদিকে কেয়ার ফ্লাইট বিধ্বস্ত বিমানটিকে পিলাটাস পিসি-১২ বিমান হিসেবে চিহ্নিত করেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) রেকর্ড অনুযায়ী, বিমানটি ২০০২ সালে তৈরি করা হয়েছিল।

তুষারঝড়ে ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎহীন হাজারো মানুষ: এদিকে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার একাংশে তুষারঝড়ে রাজ্যটির হাজার হাজার মানুষকে বিদ্যুৎহীন দিন কাটাতে হচ্ছে। তুষারঝড়ের কারণে শনিবার লস এঞ্জেলেসের প্রায় ৮৫ হাজার পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না।

শহরটি থেকে উত্তরের দিকে বের হয়ে যাওয়ার সবচেয়ে বড় মহাসড়ক ইন্টারস্টেট-৫ তীব্র তুষারপাতের কারণে বন্ধ ছিল; দক্ষিণের দিকে লস এঞ্জেলেসের ভেতরে এবং আশপাশের বেশ কিছু সড়ক আবার বন্যার পানির কারণে বন্ধ বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগ।