শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এর টিকা ব্যবহারের অনুমোদন পাওয়ার পর সবার জন্য তা বাধ্যতামূলক করা হবে না। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার ডেলাওয়ারের উইলমিংটনে এ কথা বলেছেন। এদিকে দেশটির সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জনগণকে প্রথমবারের মতো নিজেদের বাড়ি ছাড়া যে কোনো অভ্যন্তরীণ স্থানেও মাস্ক পরার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র উচ্চমাত্রার সংক্রমণ পর্যায়ে পৌঁছেছে বলেও জানায় সিডিসি। খবর: বিবিসি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং নতুন শনাক্ত হয়েছেন দুই লাখ ২৫ হাজার। এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৪৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে দুই লাখ ৭৮ হাজারের বেশি মানুষের। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসের উদ্বেগের কারণে তার শপথ গ্রহণ অনুষ্ঠান খুব বড় আকারের হবে না।
মার্কিন কোম্পানি ফাইজার ও মডার্না জানিয়েছে, তাদের উদ্ভাবিত করোনা টিকা ক্লিনিক্যাল ট্রায়ালে প্রায় ৯৫ শতাংশ কার্যকর। উভয় কোম্পানিই যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে টিকা ব্যবহারের অনুমতি চেয়েছে। যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে।
উইলমিংটনে বাইডেন বলেছেন, ‘সবার জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই। তিনি বলেন, সঠিক কাজ করতে মানুষকে উৎসাহিত করতে প্রেসিডেন্ট হিসেবে আমার ক্ষমতার মধ্যে সবকিছু করব।’ এর আগে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে আমেরিকার জনগণকে তার দায়িত্ব গ্রহণের ১০০ দিন মাস্ক পরার জন্য বলবেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আমি সবাইকে বলবÑআপনার সবাই ১০০ দিনের জন্য মাস্ক পরে থাকুন, সারা জীবনের জন্য নয়, মাত্র ১০০ দিনের জন্য।
এছাড়া শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি নিরাপদ বললে তিনি নিজে জনসম্মুখে খুশি মনে কভিড-১৯ এর টিকা নিতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণকে এটা জানানো প্রয়োজন যে, টিকা গ্রহণ নিরাপদ।
সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটনও জনসমক্ষে টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন। পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ নাগরিক এখন টিকা নিতে প্রস্তুত বলে দেখা গেছে। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৫১ শতাংশ।
করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে টিকা নিয়ে সংশয় রয়েছে। রাজনৈতিক কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে বলে আসছিলেন দ্রুত টিকা আসবে। এমন দাবি তিনি এপ্রিল মাসেই করেছেন। স্বাস্থ্যসেবী ও বিজ্ঞানীরা বলছিলেন ভিন্ন কথা।
চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এত দ্রুততার সঙ্গে কোনো টিকা আবিষ্কার অনেকটাই নজিরবিহীন। এসব নিয়ে ব্যাপক প্রচারের মধ্যেও জনগণের মধ্যে সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্রের বহু মানুষ এখনও মাস্ক পরা একটা রাজনৈতিক বিষয় মনে করছে। প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে।