শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য কলোরাডোয় ভয়াবহ দাবানল হয়েছে। আগুনে পুড়ে গেছে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। খবর: ডয়েচে ভেলে।
গতকাল এক প্রতিবেদনে ডয়েচে ভেলে জানায়, প্রায় ১৬০ কিলোমিটারজুড়ে আগুন লেগেছে। ফলে ওই অঞ্চলের দুই এলাকার মানুষকে সরিয়ে নিতে হয়েছে। কলোরাডোর প্রধান শহর ডেনভারের কাছাকাছি লুইজভিল ও বোওল্ডারে দাবানল হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আপাতত নিরাপদ স্থানে নেয়া হয়েছে।
কলোরাডোর মেয়র জানিয়েছেন, আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। অগ্নিনির্বাপণ কর্মীরা দিন-রাত কাজ করছেন।
দাবানলের কারণে অন্তত কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ঘরবাড়ি ছেড়ে তারা নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন। কমপক্ষে ৬০০ ঘরবাড়ি পুড়ে গেছে বলে মনে করা হচ্ছে। তবে সংখ্যাটি কয়েকগুণ বাড়তে পারে বলে জানিয়েছেন মেয়র। একটি শপিং কমপ্লেক্স ও একটি হোটেলও আগুনে ভস্মীভূত হয়েছে।
কলোরাডো শুষ্ক অঞ্চল বলে পরিচিত। চলতি বছর সেখানে বৃষ্টি হয়নি বললে চলে। ফলে আরও শুষ্ক হয়ে গেছে। খরার মতো পরিস্থিতি বিরাজ করছিল সেখানে। ফলে অসহায় হয়ে পড়ছিলেন স্থানীয়রা। তার ওপর আগুন লাগায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। বাসিন্দারা শুধু ঘর হারাননি, কাজও হারিয়েছেন। বহু ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত হয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন অবশ্য আশ্রয়হীন মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছে। ক্ষতিগ্রস্তরা যেন ফের ঘুরে দাঁড়াতে পারেন, সেই নিশ্চয়তা দিয়েছে প্রশাসন।
তবে তুষারপাত দাবানল প্রশমনে সহায়তা করবে বলে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দাবানলের প্রকোপে আহত হওয়ার বিষয়টি নাকোচ করতে পারছে না প্রশাসন।