Print Date & Time : 28 July 2025 Monday 4:30 pm

যুক্তরাষ্ট্রে পার্টিতে বন্দুক হামলা, নিহত ৩

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইলিওনিস অঙ্গরাজ্যের শিকাগো শহরে বন্দুক হামলার রেশ কাটতে না কাটতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ শহরে একটি পার্টিতে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন চারজন। খবর: লস অ্যাঞ্জেলেস টাইমস।

আহত চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গত রোববার ভোররাতের এই ঘটনায় ফের আঙুল উঠল যুক্তরাষ্ট্রের প্রশাসনের দিকে। অবাধে আগ্নেয়াস্ত্র কেনার অনুমতি থাকার কারণেই কি বারবার বন্দুক হামলার শিকার হচ্ছে সাধারণ মানুষ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

লস অ্যাঞ্জেলেসের স্থানীয় পুলিশের মুখপাত্র জেডার চেভস জানান, রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় পার্টির মধ্যে গোলাগুলি চলে। গোলাগুলির ঘটনা এখনও অস্পষ্ট পুলিশের কাছে। সে কারণেই সন্দেহের তালিকায় কাউকে রাখা যাচ্ছে না বলে জানিয়েছেন চেভস। পুলিশ সূত্রে আরও জানা যায়, গোলাগুলির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় তারা। সেখানে গিয়ে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাদের নাম ড্যানিয়েল ডারবার ও র‌্যান্ডি টাইসন্স। তাদের বয়স যথাক্রমে ২৭ ও ২৫ বছর। হাসপাতালে নিয়ে গেলে আরেকজনের মৃত্যু হয়।

গত সোমবার সকালে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তখনও রাস্তায় রক্তমাখা জামাকাপড় ও জুতো পড়ে রয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার শিকাগোর বিভিন্ন জায়গায় গোলাগুলির ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচজনের। পুলিশ সূত্রে জানা যায়, সবাই রাস্তায় চলাফেরা করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে সেই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমন পরিস্থিতিতে বাইডেন প্রশাসনের ওপর চাপ বাড়িয়ে প্রতিবাদে শামিল হয়েছেন যুক্তরাষ্ট্রের জনতা। বিক্ষোভের মুখে পড়ে বন্দুক কেনার আইন পরিবর্তন করার জন্য আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্রের সংসদ। আইন পরিবর্তন করার জন্য নতুন নির্দেশিকা জারি করা হবে। ২১ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বন্দুক কেনায় কড়াকড়ি করা হবে। এছাড়া নাগরিকদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেবে সরকার।