Print Date & Time : 28 August 2025 Thursday 11:58 am

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে মোদাসসার খন্দকার (৩৬) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত ১২টার দিকে ব্রুকলিনের গ্লেনমোর অ্যাভিনিউয়ের কাছে ফরবেল স্ট্রিটে এই ঘটনা ঘটে। খবর এবিসি৭এনওয়াই।

নিউইয়র্কের স্থানীয় সংবাদ মাধ্যমটি জানায়, ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারান মোদাসসার। কর্মস্থল থেকে ফেরার পথে তার মাথায় গুলি করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইতিমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রুকলিন পুলিশ।

মোদাসসারের প্রতিবেশী মোহাম্মদ কাওসার ওই গণমাধ্যমকে বলেন, ব্রুকলিনের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন মোদাসসার। সেখানে তার স্ত্রী এবং এক ছেলে রয়েছে।

স্থানীয় কমিউনিটির কর্মী খাইরুল ইসলাম খোকন বলেন, গাড়ি ছিনতাইয়ের চেষ্টার সময় এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনি বলেন, এই এলাকায় প্রচুর অপরাধ ঘটছে। আমরা ব্রুকলিন এবং কুইন্সের সীমান্তে পড়েছি। প্রত্যেক সপ্তাহেই আমাদের ব্যবসা-প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটে।