যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

শেয়ার বিজ ডেস্ক: ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এবার দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিং মলে ক্রেতাদের ওপর এলোপাতাড়ি গুলি করে এক ব্যক্তি। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে চারজন। আহত হয়েছেন দুজন। পাল্টা হামলায় নিহত হয়েছে বন্দুকধারীও। খবর: সিএনএন।

চলতি বছর শুরু থেকে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রে। পুলিশ ও প্রশাসনের চেষ্টা সত্ত্বেও কিছুতেই থামছে না এমন ঘটনা।

গত রোববার ইন্ডিয়ানাপোলিস গ্রিনউড পার্ক মলে হামলা চালায় এক ব্যক্তি। পুলিশ জানায়, হামলাকারীর কাছে অত্যাধুনিক রাইফেল ছিল। তার কাছে বেশ কয়েকটি ম্যাগাজিন ছিল।

গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম আইসন জানান, রোববার সন্ধ্যায় পুলিশের ইমার্জেন্সি হেল্পলাইনে হামলার খবর আসে। জানা যায়, মলের ফুডকোর্টে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। গুলির শব্দ শুনে ক্রেতা ও শপিং মলের কর্মীরা দিগি¦দিক ছুটতে থাকেন এবং লুকিয়ে পড়েন। সবমিলিয়ে ওই হামলায় চারজন নিহত হয়েছেন।

তিনি আরও জানান, এক সশস্ত্র নাগরিক পাল্টা গুলি ছুড়লে এতে নিহত হয় বন্দুকধারী। সশস্ত্র এক পথচারী গুলির ঘটনা দেখে বন্দুকধারীকে গুলি করেন। হতাহত সব ব্যক্তি, বন্দুকধারী, কিংবা ওই পথচারীর নাম প্রকাশ করেনি পুলিশ।

উল্লেখ্য, এর আগে চলতি মাসের ৪ তারিখ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা চালায় ২২ বছরের এক বন্দুকধারী। ওই ঘটনায় প্রাণ হারান ছয়জন। আহত হন কমপক্ষে ২৪ জন।

তার আগে জুনে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিলের আওতায় বন্দুক কেনার আগে ক্রেতার রেকর্ড আরও বেশি করে খতিয়ে দেখা হবে। সেইসঙ্গে ক্রেতাকে কিছু শর্তও পূরণ করতে হবে। কিন্তু নতুন আইনেও পরিস্থিতি বিশেষ বদলায়নি।

প্রসঙ্গত, ১৮ বছর বয়স হলেই বন্দুক কিনতে পারেন সাধারণ মানুষ। কিন্তু গত কয়েক সপ্তাহে বারবার বন্দুক হামলার ঘটনায় চাপ বেড়েছে। ক্রমেই কঠিন হচ্ছে পরিস্থিতি।