শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক ফেডারেল বিচারকের বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে তার ছেলেকে। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই বিচারকের স্বামীও। হত্যাকারী কুরিয়ার সার্ভিসের কর্মী সেজে বাসায় ঢুকেছিল। খবর: বিবিসি।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ জার্সির নর্থ ব্রানসউইক এলাকায় এসথার সালাস নামে এক বিচারকের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এতে এসথারের ২০ বছর বয়সী ছেলে ড্যানিয়েল অ্যান্ডার্ল মারা যান এবং তার স্বামী ডিফেনস অ্যাটর্নি মার্ক অ্যান্ডার্ল (৬৩) গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার দিকে ফেডেক্স সার্ভিসের কর্মী সেজে বাসায় ঢুকেছিল হামলাকারী। ডাকে সাড়া দিয়ে দরজা খুলতেই ড্যানিয়েলের বুকে বেশ কয়েকবার গুলি করে ওই ব্যক্তি। শব্দ শুনে মার্ক এগিয়ে এলে হামলার শিকার হন তিনিও। ধারণা করা হচ্ছে, হামলাকারী একাই ছিল। তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।