Print Date & Time : 9 September 2025 Tuesday 12:36 am

যুক্তরাষ্ট্রে বিস্ফোরণ নিহত ৩

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইভানসভিলেতে এক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্ডিয়ানাপোলিস থেকে প্রায় তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত ইভানসভিলে। খবর: সিএনএন।

গত বুধবার স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের প্রধান মাইক কন্নেলি এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এখনও তল্লাশি শেষ করতে পারিনি। আরও হতাহত থাকতে পারে। ভবনগুলো এখনও প্রবেশের জন্য নিরাপদ নয়।

তিনি জানান, প্রাথমিক জরিপে ৩৯টি বাড়ি বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ৩৯টি বাড়ির মধ্যে ১১টি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমেরিকান রেড ক্রস।

গ্যাস ও বিদ্যুতের লাইন থেকে কোনো বিস্ফোরণ ঘটেছে কি না তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস বিভাগের প্রধান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।