যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন নভেম্বরে

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আগামী মাসের ৮ নভেম্বর। এ নির্বাচনে বাইডেন ও তার অনেক মিত্র ও উপদেষ্টারা চলতি বছরের শুরুতেও মধ্যবর্তী নির্বাচনে নিন্মকক্ষ প্রতিনিধি পরিষদের দখল ডেমোক্র্যাটরা ধরে রাখতে পারবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন। অথচ এখন এ কক্ষের নিয়ন্ত্রণও রিপাবলিকানদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা প্রকট হয়েছে বলে জানাচ্ছে ফাইভথার্টিএইটসহ একাধিক জনমত জরিপ বিশ্লেষক। খবর: রয়টার্স।

কংগ্রেসের কোনো একটি কিংবা উভয় কক্ষের নিয়ন্ত্রণ হাতছাড়া হলে বাইডেনকে তার মেয়াদের শেষ দুই বছর চাপে থাকতে হবে। কেননা রিপাবলিকানরা পারিবারিক ছুটি, গর্ভপাত, পুলিশে সংস্কারসহ যেসব ইস্যুতে বাইডেন অগ্রাধিকার ভিত্তিতে আইন প্রণয়ন করতে চান সেগুলো আটকে দিতে পারবেন। পাশাপাশি তারা অভিবাসন ও ব্যয় কমানোর মতো আইন প্রণয়নে চাপ বাড়াতে পারবে।

রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রক হলে তারা ডেমোক্র্যাট প্রশাসনের বিভিন্ন খাতে ব্যয় এবং প্রেসিডেন্টের ছেলে হান্টারের ব্যবসায়িক লেনদেন ও ব্যক্তিগত জীবন নিয়ে তদন্তে নামতে পারেন। এছাড়া অনেক রিপাবলিকান আইনপ্রণেতা বাইডেন, তার মন্ত্রিসভার সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিশংসিত করার আশাও করছেন।

সিনেটের যেসব আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোয় কয়েক মাস আগে এক জরিপ করা হয়। এতে ডেমোক্র্যাটদের ভালো ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যায়। কিন্তু উচ্চ মূল্যস্ফীতিতে অতিষ্ঠ ভোটারদের বড় অংশ রিপাবলিকানদের দিকে হেলে পড়ায় এখনকার জরিপগুলোর ফল উল্টে যাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে উচ্চ মূল্যস্ফীতি ভোটারদের অনেকের কাছে ডেমোক্র্যাটদের অবস্থান দুর্বল করেছে। ক্ষমতাসীনরা বিচারব্যবস্থা ও পুলিশে সংস্কারের যে কথা বলছে অনেক এলাকায় রিপাবলিকানরা একে অপরাধ দমনে ডেমোক্র্যাটদের নমনীয়তা হিসেবেও দেখাচ্ছে।

মে মাসে বাইডেন ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার দলের প্রার্থীরা কংগ্রেসের উভয় কক্ষ প্রতিনিধি পরিষদ ও সেনেটে ভালো করবেন। কিন্তু লড়াই যে আসলে তার ধারণার চেয়েও বেশি হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে, তা

গত সপ্তাহে তিনি স্বীকার করেন। তিনি বলেন, কখনও তারা এগিয়ে থাকে, কখনও আমরা। তার আশা, ৮ নভেম্বরের আগে দোদুল্যমান ভোটাররা আরও একবার ডেমোক্র্যাটদের দিকে হেলে পড়বেন। হোয়াইট হাউসও প্রকাশ্যে এ আশার বার্তাই শোনাচ্ছে।