যুক্তরাষ্ট্রে শাট ডাউনে বেতন হীন থাকবে কয়েক লাখকর্মী

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্র সরকার শাটডাউনে গেলে ৩ দশমিক ৫ মিলিয়ন বা ৩৫ লাখ ফেডারেল কর্মীকে বিনা বেতনে কাজ চালিয়ে যেতে হবে। তাদের মধ্যে প্রায় দুই মিলিয়ন বা ২০ লাখ কর্মী সামরিক বাহিনীর সদস্য। হোয়াইট হাউসের এক হিসাবে এ তথ্য উঠে এসেছে। খবর: এবিসি নিউজ।

রিপাবলিকানরা নতুন বছরের বাজেটে সরকারি কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য বিলের হিসাব করার সময় এ তথ্য সামনে আসে। সরকার শাটডাউনে গেলে ফেডারেল এজেন্সিগুলো তাদের বেশিরভাগ কাজ বন্ধ করতে বাধ্য হবে বলে ধারণা করা হচ্ছে এবং অনেক কর্মচারীকে বেতন ছাড়াই কাজ করতে হবে।

হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের হিসাব অনুযায়ী, দুই মিলিয়ন সামরিক বাহিনীর সদস্য ছাড়াও ১ দশমিক ৫ মিলিয়ন বা ১৫ লাখ ফেডারেল বেসামরিক কর্মীকে বেতন ছাড়া কাজ করতে হবে। ফেডারেল কর্মীদের মধ্যে প্রায় আট লাখ ২০ হাজার কর্মীকে বিনা বেতনে বাড়ি পাঠানো হবে বা ছুটিতে পাঠানো হবে। বাকি কর্মীদের বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে হবে। এর মধ্যে থাকবে আইন প্রয়োগকারী সংস্থা, সীমান্ত ও কারারক্ষী বাহিনীর সদস্য এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা।

ওএমবির পরিচালক শালান্দা ইয়ং গত শুক্রবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে বলেন, একটি শাটডাউন দিয়ে কী বুঝায়? ফেডারেল পরিষেবা দেয়া দুই মিলিয়নের বেশি সদস্য তাদের পে চেক পাবেন না। এতে দীর্ঘমেয়াদি দুর্যোগ পুনরুদ্ধার আরও বিলম্বিত হবে। ডাব্লিউআইসির ওপর নির্ভরশীল প্রায় সাত মিলিয়ন নারী ও শিশুর পুষ্টি সহায়তা বিপন্ন হবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিন ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলারের বেশি ঋণ হারাবেন।

তিনি হাউসে প্রশ্ন তোলেন, এটা কোন ধরনের বিকল্প?

কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম যাতে বন্ধ না হয়, তা নিশ্চিত করতে সরকারকে তহবিল জোগানোর মেয়াদ ৩০ দিন বৃদ্ধির লক্ষ্যে বিল আনা হয়েছিল হাউসে। কিন্তু সেই বিল ২৩২-১৯৮ ভোটে পরাজিত হয়েছে। সেই বিলে রিপাবলিকানদের পছন্দ অনুযায়ী ব্যয় হ্রাসের পাশাপাশি অভিবাসন সীমিত করার প্রস্তাব ছিল। সে কারণে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে এটি পাস হওয়ার সম্ভাবনাও ছিল কম।