Print Date & Time : 12 September 2025 Friday 4:33 am

যুক্তরাষ্ট্রে স্কুল খোলার পরিকল্পনা পেছাল

শেয়ার বিজ ডেস্ক: কভিড-১৯-এর নতুন ধরন ওমিক্রনে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। শনাক্ত রোগীর দৈনিক সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ কারণে চলতি সপ্তাহে স্কুল খুলে দেয়ার পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে দেশটি। খবর: সিএনএন।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে দুই হাজার ৭৫০টির বেশি স্কুল বন্ধ রয়েছে। ছুটির মৌসুম শেষে নিউইয়র্কসহ কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যালয় খোলার কথা ছিল। সে অবস্থা থেকে পিছিয়ে এলো কর্তৃপক্ষ। এ সপ্তাহে দায়িত্ব নেন মেয়ার এরিক অ্যাডামস। তিনি নিউইয়র্ক সিটির বড় বিদ্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করে খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেক বিদ্যালয়ে দূরশিক্ষণ চালু রয়েছে।

ব্রংক্সের একটি স্কুল পরিদর্শনের সময় এরিক অ্যাডামস বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, স্কুলের পরিবেশ আমাদের সন্তানদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হবে। তবে লোকবলের অভাব ও ওমিক্রনের কারণে ব্রুকলিনের একটি পাবলিক স্কুল সোমবার বন্ধ ছিল বলে এ রাজ্যের শিক্ষা বিভাগের এক মুখপাত্র জানান। একই কারণে খুলবে না উইসকনসিন, ওহাইয়ো, নিউজার্সি ও মিশিগানের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।

 তাই অনেক প্রতিষ্ঠান অনলাইনে আবার শিক্ষাকার্যক্রম চালু করতে যাচ্ছে।