শেয়ার বিজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সঙ্গ ছাড়বে না। চার দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে গতকাল শনিবার সৌদি আরবের জেদ্দায় আরব শীর্ষ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরা ও রয়টার্স।
জো বাইডেন বলেন, আমরা দূরে সরে যাব না। এমন শূন্যতা তৈরি করব না যা চীন, রাশিয়া বা ইরান পূরণ করতে পারে।
সে সময় জনগণকে ‘প্রতিশোধের ভয় ছাড়াই নেতাদের প্রশ্ন ও সমালোচনার সুযোগ দেয়ার’ও আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, ভবিষ্যতে সেই দেশগুলোই জয়ী হবে যারা তাদের জনসংখ্যার পূর্ণ সম্ভাবনা উন্মোচন করবে।
আরব শীর্ষ সম্মেলনে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয়টি দেশ সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি জর্ডান, মিসর ও ইরাকের মতো দেশগুলোও অংশ নিচ্ছে। সেখানে আঞ্চলিক নিরাপত্তা ও দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে শনিবার সকালে ইরাক, মিসর ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন বাইডেন। এই নেতাদের কারো কারো সঙ্গে এটিই প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম বৈঠক।

Print Date & Time : 19 August 2025 Tuesday 7:48 am
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সঙ্গ ছাড়বে না : বাইডেন
আন্তর্জাতিক,দিনের খবর ♦ প্রকাশ: