Print Date & Time : 10 September 2025 Wednesday 11:51 pm

যুদ্ধবিমানের পাখা তৈরি করবে টাটা

শেয়ার বিজ ডেস্ক: বৈশ্বিক মহাকাশ প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিনের সঙ্গে যৌথভাবে ভারতের টাটা গ্রুপ যুদ্ধবিমানের জন্য পাখা তৈরি করবে। এ জন্য দুই সংস্থার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর: ইকোনমিক টাইমস।

ভারতের হায়দরাবাদ শহরে টাটা লকহিড মার্টিন অ্যারোস্ট্রাকচারস লিমিটেডে (টিএলএমএএল) এ পাখা তৈরি করা হবে।

চুক্তির আওতায় ২৯টি ফাইটার উইং শিপসেট উৎপাদনের কথা বলা হয়েছে। ওই ২৯টি ফাইটার উইং শিপসেট ২০২৫ সালের তৈরি করা হবে। পরে এ চুক্তির অধীন আরও উৎপাদন বাড়ানো হবে।

এক বিবৃতিতে লকহিড মার্টিন জানিয়েছে, তারা একটি প্রোটোটাইপ ফাইটার উইং শিপসেটের সফল উৎপাদন এবং পরীক্ষার পর ২০২১ সালের অক্টোবরে টাটা লকহিড মার্টিন অ্যারোস্ট্রাকচারস লিমিটেডকে ফাইটার উইংসের সম্ভাব্য নির্মাতা হিসেবে স্বীকৃতি দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, ওই প্রোটোটাইপ প্রকল্পের মাধ্যমে টিএলএমএএলকে ৯-জি, ১২,০০০ ঘণ্টা, বিনিময়যোগ্য বা প্রতিস্থাপনযোগ্য ফাইটার উইংয়ের সম্পূর্ণ জ্বালানি-বহনকারী অংশ উৎপাদন ও সরবরাহ করার সক্ষমতা দেখাতে হয়।

ভারতীয় বিমান বাহিনীর জন্য ১১৪টি এফ-২১ যুদ্ধবিমান সরবরাহের কথা রয়েছে লকহিড মার্টিনের।

প্রসঙ্গত টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড ও লকহিড মার্টিন অ্যারোনটিকস ২০১০ সালে যৌথ উদ্যোগের অংশ হিসেবে টাটা লকহিড মার্টিন অ্যারোস্ট্রাকচারস লিমিটেড প্রতিষ্ঠা করে।

লকহিড মার্টিনের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও জেমস টেইলেট বলেন, লকহিড মার্টিন ও টাটা গ্রুপের মধ্যকার চুক্তিটির ফলে ভারতে আমাদের অংশীদারদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে। লকহিড মার্টিনের ২১ শতকের নিরাপত্তা দৃষ্টিভঙ্গির লক্ষ্য হলো উদ্ভাবন এবং জরুরি বিষয়গুলোর সঙ্গে সমন্বিত প্রতিরক্ষা ক্ষমতা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, আমরা ভারতে উন্নতমানের প্রশিক্ষণ যুদ্ধবিমান সরবরাহকারী সংস্থাগুলোর একটি।