Print Date & Time : 11 October 2025 Saturday 6:29 pm

যুদ্ধবিরতির উদ্দেশ্যে সানায় যাচ্ছে সৌদি প্রতিনিধিদল

শেয়ার বিজ ডেস্ক: সংঘাত অবসানে সৌদি আরব ও ওমানের দূতরা আগামী সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানায় যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন এ-সংক্রান্ত আলাপে সম্পৃক্ত দুই ব্যক্তি। খবর: রয়টার্স।

ইয়েমেনের ইরান-ঘনিষ্ঠ হুতি আন্দোলনের কর্মকর্তাদের সঙ্গে স্থায়ী একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা করতে ওই দুই দেশের কর্মকর্তারা সেখানে যাবেন।

সৌদি আরব ও ইরান সম্পর্ক পুনঃস্থাপনে চুক্তি করার পর দুই পক্ষের মধ্যকার বছরের পর বছর ধরে চলে আসা বৈরিতা এবং ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে একে অপরের বিরোধী পক্ষকে সমর্থন দেয়াসহ সম্পর্কের ফাটল যে ধীরে ধীরে জোড়া লাগছে, এ পদক্ষেপ সেই সংকেতই দিচ্ছে বলে ধারণা পর্যবেক্ষকদের।

সৌদি আরবের কর্মকর্তাদের সানা সফর রিয়াদ ও হুতি আন্দোলনের মধ্যকার আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দেবে। জাতিসংঘের শান্তি প্রচেষ্টার পাশাপাশি ওমানের মধ্যস্থতায় এ দু’পক্ষের মধ্যে আলোচনার পরিস্থিতি তৈরি হয়েছে।

ওমান কয়েক বছর ধরে সীমান্তবর্তী প্রতিবেশী ইয়েমেনে বিবদমান পক্ষগুলো মধ্যকার বিরোধ মীমাংসা করে সেতু গড়তে চেষ্টা চালিয়ে আসছে। বিবদমান পক্ষগুলোর সঙ্গে ইরান ও সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি জড়িয়ে রয়েছে।

ইয়েমেনে একটি স্থায়ী যুদ্ধবিরতি হলে তা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। দুই পক্ষের মধ্যে এ-সংক্রান্ত কোনো চুক্তি হলে তা ২০ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হতে যাওয়া ঈদের ছুটির আগেই ঘোষিত হতে পারে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা।

২০১৪ সালের শেষভাগে সানার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করা হুতিরা রাজধানী সানাসহ ইয়েমেনের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। তারা বলছে, তারা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়ছে। গোষ্ঠীটি ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন একটি সামরিক জোটের বিরুদ্ধে লড়ছে। এ লড়াই এরই মধ্যে লাখো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।