Print Date & Time : 8 July 2025 Tuesday 3:12 am

যুদ্ধবিরতি নিশ্চিতে ইস্তাম্বুলে মস্কো ও কিয়েভের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক সংঘাত নিরসনের লক্ষ্যে আবারো শান্তি আলোচনায় বসতে চলেছে ইউক্রেন ও রাশিয়া। এবার তুরস্কের অন্যতম পর্যটন নগরী ইস্তাম্বুলে মুখোমুখি আলোচনা করবে তারা।  আর এ আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে ইস্তাম্বুলে পৌঁছেছে মস্কো ও কিয়েভের প্রতিনিধি দল।

ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় (জিএমটি ৭টায়) এ বৈঠক শুরু হবে। দুই সপ্তাহেরও বেশি সময় পর মুখোমুখী হচ্ছে রাশিয়া ওই ইউক্রেনের প্রতিনিধিদল। এই আলোচনার আয়োজকের ভূমিকায় আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

প্রতিনিধিরা বলছেন, তাদের শান্তি আলোচনার প্রধান লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা। যদিও এমনটা ঘটবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েই যাচ্ছে। এর আগেও দুদেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে তেমন কোনো অগ্রগতি হয়নি।