যুদ্ধবিরতি স্থায়ী হবে: ফ্রান্স

শেয়ার বিজ ডেস্ক: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামাস সব জিম্মিকে মুক্তি না দেয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি স্থায়ী হবে বলে ফ্রান্স আশা করছে। খবর: এবিসি নিউজ।

হামাস-ইসরায়েল যুদ্ধের সাত সপ্তাহ পর শুক্রবার থেকে শুরু যুদ্ধবিরতিকালে হামাস ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরায়েলের কয়েকজন জিম্মিকে মুক্তি দিয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা বিএফএমটিভি’কে বলেন, আমরা আমাদের সব জিম্মির মুক্তি দাবি করছি। এই লক্ষ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যথার্থ, সহায়ক ও প্রয়োজনীয়।

কোলোনা জানান, কোনো ফরাসি বন্দিকে এখনও মুক্তি দেয়া হয়নি। তবে তারা এ ব্যাপারে বেশ আশাবাদী ছিলেন।

তিনি বলেন, কাতারের সঙ্গে আলোচনার মাধ্যমে তালিকা তৈরি করা হয়। তবে হামাস তালিকাগুলোর মধ্য থেকে বাছাই করে মুক্তি দিয়েছে।

এদিকে গতকাল বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় বন্দি জিম্মি মুক্তি ও মানবিক সহায়তা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন।