Print Date & Time : 1 September 2025 Monday 8:41 am

যুদ্ধের বিকল্প ছিল না: পুতিন

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনে যুদ্ধের বিকল্প ছিল না বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, এই যুদ্ধের সব ‘মহৎ’ লক্ষ্য অর্জিত হবে। খবর: আল জাজিরা।

ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে সেনা সরিয়ে নেয়ার পর সপ্তাহখানেক ধরে প্রকাশ্যে আসছিলেন না পুতিন। প্রথম মানব হিসেবে রুশ নভোচারী ইউরি গ্যাগারিনের মহাকাশ ভ্রমণের ৬১ বছর পূর্তির দিনে গত মঙ্গলবার ভস্তোচনি কসমোদ্রোম রকেট উৎক্ষেপণকেন্দ্রে জনসম্মুখে বক্তব্য দেন তিনি। এ সময় তিনি জানান, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানো ছাড়াকোনো উপায় ছিল না। এছাড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে মস্কোকে নতজানু করতে ব্যর্থ হয়েছে বলেও পশ্চিমাদের খোঁচা দেন তিনি।

পূর্ব ইউক্রেনের রুশভাষী মানুষকে রক্ষা করার জন্য যুদ্ধ অবশ্যম্ভাবী ছিল বলে মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিবেশীকে রুশবিরোধী মঞ্চে পরিণত হওয়া থেকে ঠেকাতে হবে। আমাদের কাজ হলো, নির্ধারিত সব লক্ষ্য অর্জন। একই সঙ্গে ক্ষয়ক্ষতি কমিয়ে রাখা। আমরা ধারাবাহিকতা মেনে, ধীরস্থিরভাবে মূলত সামরিক বাহিনীর জেনারেল স্টাফের দেয়া পরিকল্পনা অনুযায়ী কাজ করছি।

অভিযানে লক্ষ্য অর্জিত হচ্ছে কি না, রুশ মহাকাশ সংস্থার কর্মীদের এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, অবশ্যই, এ নিয়ে আমার কোনো ধরনের সংশয় নেই। এই অভিযানের লক্ষ্যগুলো একেবারেই স্পষ্ট ও মহৎ। সব লক্ষ্যই যে অর্জিত হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

ইউক্রেন ও রাশিয়াকে এক জাতি মনে করেন পুতিন। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের উসকানি উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অনিবার্য সংঘাতের কারণে এ যুদ্ধ। তারা সীমান্তের কাছে এসে হস্তক্ষেপ করে রাশিয়াকে হুমকি দিচ্ছে। বুচায় শত লাশ পাওয়ার বিষয়টিকে ‘ভুয়া’ বলে নাকচ করে দেন পুতিন।

এদিকে পলাতক রাশিয়াপন্থি রাজনীতিক ভিক্টর মেদভেদচুককে গ্রেপ্তার করেছে ইউক্রেন। মেদভেদচুককে মনে করা হয় ইউক্রেনে সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী।