Print Date & Time : 8 July 2025 Tuesday 6:15 am

যুদ্ধের সমাপ্তি চান জেলেনস্কি-বাইডেন

শেয়ার বিজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেছেন, আমাদের লক্ষ্য একই। সেটা হলো, মুক্ত, স্বাধীন, সমৃদ্ধ ও নিরাপদ ইউক্রেন। আমরা দুজনই যুদ্ধের সমাপ্তি চাই। খবর: সিএনএন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ অভিযান শুরুর পর প্রথম বিদেশ সফর হিসেবে যুক্তরাষ্ট্রে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৩০০ দিন পেরিয়েছে। প্রথম দিকে জোরালো হামলা চালাচ্ছিল রাশিয়া। মাঝে কয়েকদিন হামলার মাত্রা কমে এসেছিল। ইউক্রেনে শীত জেঁকে বসার সঙ্গে সঙ্গে সেই হামলা আবার জোরদার করেছে রুশ বাহিনী। এখন এ যুদ্ধের পরিসমাপ্তি চাইছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ নেতারা। তবে যুদ্ধের ইতি টানতে বল রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কোর্টে ঠেলে দিয়েছেন তারা।

গত বুধবার হোয়াইট হাউসে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন জো বাইডেন। এ বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেছেন তারা। হোয়াইট হাউসে বৈঠক শেষে ইউক্রেনীয় এক সাংবাদিকের প্রশ্নের জেরে যুদ্ধের পরিসমাপ্তির বিষয়টি উঠে আসে।

সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আমরা দুজনই চাই যুদ্ধ শেষ হোক। আমি যেমনটা বলেছি, এ যুদ্ধ আজই থেমে যেতে পারত যদি পুতিনের সেই সম্ভ্রম থাকত এবং ঠিক কাজটি করতে পারতেন এবং তিনি যদি (সেনাদের) বলতে পারতেন, ‘ফিরে আসুন’। বাইডেন আরও বলেন, কিন্তু এখন এমন ঘটবে না। তাহলে কী হবে, এমন প্রশ্ন ছুড়ে বাইডেন নিজেই বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে যুদ্ধে জেতানোর জন্য সাহায্য করে যাবে।

সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, এত দুর্ভোগের জন্য হামলাকারীরা (রাশিয়া) ইতোমধ্যেই দায়ী। যুদ্ধের মধ্য দিয়ে শান্তি আসতে পারে না। এ যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে।

হোয়াইট হাউসে বৈঠককালে বাইডেনের হাতে ইউক্রেনের একটি সামরিক পদক তুলে দেন জেলেনস্কি। তিনি জানান, ‘ক্রস অব মিলিটারি মেরিট’ পদকটি ইউক্রেনীয় সেনাবাহিনীর এক ক্যাপ্টেনকে দেয়া হয়েছিল। তিনি তার পদকটি বাইডেনকে দিয়েছেন। পদকটি গ্রহণ করেছেন বাইডেন। বলেছেন, ইউক্রেনীয় ক্যাপ্টেনকে তিনি একটি সামরিক স্মারক উপহার দেবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তিনি আগেই যুক্তরাষ্ট্রে আসতে চেয়েছিলেন। ইউক্রেনের প্রতি সমর্থনের জন্য তিনি বাইডেন, মার্কিন কংগ্রেস ও দেশটির সাধারণ মানুষের প্রশংসা করেন।

ইউক্রেন যুদ্ধের শুরু থেকে দেশটির পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র, অর্থÑসব দিক থেকেই ইউক্রেনকে সাহায্য করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এ সাহায্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।