Print Date & Time : 1 September 2025 Monday 7:12 am

যুদ্ধ বন্ধে এবার শি জিনপিংয়ের দ্বারস্থ জেলেনস্কি

শেয়ার বিজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অনুরোধ, বেইজিং যেন রাশিয়ার ওপর তার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব খাটিয়ে ইউক্রেনে যুদ্ধ বন্ধে সহযোগিতা করেন।

সাউথ চায়না মর্নিং পোস্টকে (এসসিএমপি) দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন জেলেনস্কি। আজ বৃহস্পতিবার এটি প্রকাশিত হয়। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে নিজেদের চলমান যুদ্ধ অবসানে সহায়তা করার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‘সরাসরি’ কথা বলার সুযোগ খুঁজছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই এ কথা জানিয়েছেন বলে আজ বৃহস্পতিবার চীনা সংবাদমাধ্যমটি খবর প্রকাশ করেছে।

এসসিএমপির সঙ্গে এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার ওপর বেইজিংয়ের বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ব্যবহার করার জন্য চীনকে অনুরোধও করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন অত্যন্ত শক্তিশালী একটি রাষ্ট্র। দেশটির একটি শক্তিশালী অর্থনীতি রয়েছে, তাই (চীন) রাজনৈতিক-অর্থনৈতিকভাবে রাশিয়াকে প্রভাবিত করতে পারে এবং চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যও।

প্রসঙ্গত, এই যুদ্ধ শুরুর পর পাঁচ মাসের বেশি সময়ে ইউক্রেনে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছে। এ ছাড়া রুশ আগ্রাসনে ইউক্রেনের সামরিক-বেসামরিক অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে।