শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনে চলা যুদ্ধ বন্ধে বেইজিংয়ের কৌশলগত মিত্র মস্কোর ওপর চাপ দিতে চীনকে আহ্বান জানিয়েছে জি-৭ জোট। খবর: আল জাজিরা।
যৌথ বিবৃতিতে জি-৭ সদস্যরা বলেন, ইউক্রেনে আগ্রাসন বন্ধ করে তাৎক্ষণিক ও শর্তহীনভাবে সব সেনা প্রত্যাহার করতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চীনকে আহ্বান জানাচ্ছি।
এতে আরও বলা হয়, আঞ্চলিক অখণ্ডতা ও জাতিসংঘের নীতি সমর্থনে চীনকে উৎসাহিত করছি। এছাড়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার পদক্ষেপ হিসেবে জেলেনস্কির সঙ্গে চীনের আলোচনার প্রশংসাও করেছেন জোট সদস্যরা।
তবে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যুতে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন জি-৭ নেতারা। তাইওয়ান প্রসঙ্গে ‘শান্তিপূর্ণ সমাধানের’ আহ্বান জানান তারা।
জি-৭ হলো অর্থনীতিতে শীর্ষ শক্তিধর সাত দেশের একটি জোট। জোটটির সদস্য রাষ্ট্রগুলো হলো যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। সদস্য না হলেও সম্মেলনে প্রতিনিধি পাঠায় ইউরোপীয় ইউনিয়ন। তবে সম্প্রতি বিভিন্ন দেশকে অংশগ্রহণে আমন্ত্রণ করে জোটটি। এবারের সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে চলেছেন ইউক্রেনসহ অতিরিক্ত আট দেশের নেতারা।
এদিকে জাপানের হিরোশিমায় শিল্পোন্নত সাত দেশের জি-৭ জোটের সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর শনিবার প্রথমবারের মতো এই বৈঠক করেছেন তারা।
বিশ্বের এই দুই নেতার মাঝে এর আগে কেবল ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। জেলেনস্কির সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের একটি ভিডিও শেয়ার করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
এতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের যুদ্ধ সমগ্র বিশ্বের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করেছে। এই যুদ্ধ বিভিন্নভাবে বিশ্বকে প্রভাবিত করেছে। তবে আমি এই যুদ্ধকে রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট বলে মনে করি না।
জেলেনস্কিকে উদ্দেশ করে নরেন্দ্র মোদি বলেন, আমার মতে, এটি মানবতারও বিষয় এবং মানবিক মূল্যবোধের সংকট। যুদ্ধের কষ্ট আমাদের সবার চেয়ে আপনি ভালো জানেন। গত বছর যখন আমাদের সন্তানরা ইউক্রেন থেকে ফিরে আসে এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানায়, তখন আমি আপনার নাগরিকদের দুর্দশা ভালোভাবে অনুধাবন করেছি।