শেয়ার বিজ ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, লক্ষ্য অর্জনের পর ইসরাইলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার বিষয়ে তাদের দিক থেকে কোনো বাধা নেই। খবর: আল জাজিরা।
হামাস সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য আলোচনায় ইচ্ছুক কি না এমন প্রশ্নের উত্তরে হামাস নেতা মুসা আবু মারজুক বলেছেন, হামাস এ ধরনের কিছু এবং সব ধরনের রাজনৈতিক সংলাপের জন্য উš§ুক্ত রয়েছে।
গত শনিবার ভোরে হামাসের অপ্রত্যাশিত ব্যাপক হামলার শিকার হওয়ার পর থেকে গাজায় তীব্র পাল্টা হামলা চালাচ্ছে ইসরাইল। চলমান এ সহিংসতায় এরই মধ্যে এক হাজার পাঁচশর বেশি মানুষ নিহত হয়েছেন। অনেক পক্ষ এ লড়াই বন্ধ করার ও বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার আবেদন জানিয়েছে।
ইসরাইলি টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, হামাসের হামলায় ৯০০ ইসরাইলি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত দুই হাজার ৬০০ জন। এছাড়া অনেক মানুষকে বন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলের আক্রমণে এখন পর্যন্ত ৬৮০ জনের বেশি ফিলিস্তিনি মারা গেছেন, আহত হয়েছেন তিন হাজার ৭০০ জনের বেশি।
হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেন, সতর্কতা জানানো ছাড়া গাজার প্রত্যেকটি বেসামরিক বাড়িতে চালানো বোমা হামলার জন্য একজন করে ইসরাইলি বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করে তা সম্প্রচার করা হবে। হামাস এ হুমকি দেয়ার পর গাজায় সর্বশেষ হামলা আকাশ হামলা চালায় ইসরাইল। তবে এ হুমকির বিষয়ে দেশটির সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
মিসরের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরাইল ও হামাসের প্রতি অবিলম্বে সহিংসতা বন্ধ করার ও বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এছাড়া কাতারের মধ্যস্থতাকারীরা হামাসের হাতে বন্দি ইসরাইলি নারী ও শিশুদের মুক্তির বিনিময়ে ইসরাইলের কারাগারে আটক ৩৬ ফিলিস্তিনি নারী ও শিশুর মুক্তি এবং বন্দি বিনিময়ের জন্য দু’পক্ষের কাছে জরুরি ফোন কল করে মধ্যস্থতার চেষ্টা করছেন।