Print Date & Time : 8 July 2025 Tuesday 6:10 pm

যুদ্ধ শুরুর পর প্রথম শস্যবাহী জাহাজ ইউক্রেন ছাড়ল

শেয়ার বিজ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আক্রমনের পর দেশটির বন্দর দিয়ে শস্যবোঝাই জাহাজের প্রথম চালান বন্দর ছেড়েছে। তুরস্ক এবং ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার ভোরের দিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা বন্দর ছাড়ে শস্যবাহী প্রথম জাহাজ।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বন্দরগুলো অবরুদ্ধ করে রাখে রাশিয়া। পাঁচ মাসের বেশি সময় ধরে বিশ্বের অন্যতম দুই প্রধান খাদ্য রপ্তানিকারক দেশের মধ্যে চলমান যুদ্ধের ফলে বিশ্বজুড়ে খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

গত ২২ জুলাই জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য পরিবহনে একটি চুক্তি সই করে। এরপর ইউক্রেন খাদ্যশস্য পরিবহনে প্রস্তুতি নিতে শুরু করে। ইউক্রেনের শস্য রপ্তানির ফলে বৈশ্বিক খাদ্য সংকট এবং খাদ্যশস্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে।